ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণীল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৩ পালন করা হয়েছে। শনিবার সকাল আটটার দিকে সদর ইউনিয়নের বিএসডাঙ্গী গ্রামে স্বাধীনতা ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
সকাল নয়টার পর হতে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথি, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব, ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল