নাটোরের সিংড়ায় মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
পরে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর পরিষদ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, সিংড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামরুল হাসান কামরান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, সিংড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম প্রমুখ।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, কুচকাওয়াজ ও ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই