ফরিদপুরের বোয়ালমারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, বিএনএম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা শাহ মো আবু জাফর, মুক্তিযোদ্ধা কমান্ড, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা পুলিশ, প্রেসক্লাব বোয়ালমারী, উপজেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের কবর জিয়ারত, নীরবতা পালন ও শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
সকাল সাড়ে ৯টায় বোয়ালমারী জর্জ একাডেমি খেলার মাঠ(স্টেডিয়াম)-এ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন। তার সঙ্গে পতাকামঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদি।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরমেয়র সেলিম রেজা লিপন, নির্বাচনকালীন কার্যনির্বাহী হাকিম মো. খায়রুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভিন প্রমুখ।
এছাড়াও সকাল ১২টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় স্টেডিয়ামে অফিসার ও সাংবাদিকদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অন্যদিকে দিবসটি উপলক্ষে বোয়ালমারী সরকারী কলেজ,কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, শাহ্ জাফর টেকনিক্যাল কলেজ সহ সরকারি ও আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আলাদাভাবে নানা কর্মসূচি উদযাপন করছে।
বিডি প্রতিদিন/এএম