বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
আজ শনিবার সকালে সিরাজগঞ্জের বাজার স্টেশনের বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর বড় নাতি ও ফাউন্ডেশন এর চেয়্যারম্যান শেহেরিন সেলিমের পক্ষে সংগঠনের নেতাকর্মীরা এ ফুলেল শ্রদ্ধা জানান।
এ সময় সংগঠনের নেতা মোহাম্মদ আবদুস সামাদ, মোহাম্মদ আকমল হোসেন, মোহাম্মদ মিলন হোসেন ও মোহাম্মদ স্বপন হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও শহরের মুক্তিযোদ্ধারা ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল