মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগ। শনিবার সকালে উপজেলা চত্বরে জাতির পিতার ম্যুরালে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জামাল হোসেন মিয়ার নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে একটি বিজয় র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজারের বাইপাস সড়কে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে নেতাকর্মীদের সঙ্গে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেন অ্যাড. জামাল হোসেন মিয়া।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাড. জামাল হোসেন মিয়া বলেন, রাজনীতিতে একটি কুচক্রী মহল ঢুকেছে যারা নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে বানচাল করতে চায়। জনগণ ওদের সঙ্গে নাই তাই ওরা ষড়যন্ত্র করছে। ভোটে জিততে পারবে না তাই ওরা বিশৃঙ্খলা করে এলাকার শান্তি নষ্ট করতে চায়। আমরা শান্তি প্রিয় জনগণ আমরা এলাকার শান্তি রক্ষার্থে যে কোন কিছু করতে প্রস্তুত রয়েছি। যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, যারা এলাকার শান্তি নষ্ট করবে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া জন্য যা যা করার জন্য দরকার ইনশাআল্লাহ তাই আমরা করবো। কিন্ত আমরা কেউ আইন হাতে তুলে নেবো না। ফরিদপুরের সুদক্ষ জেলা প্রশাসক ও সুদক্ষ পুলিশ সুপারের নেতৃত্বে ইউএনও এবং ওসি সুন্দরভাবে দায়িত্ব পালন করার কারণে গোটা ফরিদপুর জেলা একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, সাবেক চেয়ারম্যান আশরাফ আলী লিটু, বল্লভদী ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল মোল্যা, আওয়ামী লীগ নেতা সৈয়দ মতুব্বর, কবির খান প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত