পাবনায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিজয় মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের নেতৃত্বে শনিবার দুপুর বারোটার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এ মিছিলটি বের হয়।
এর আগে ইউনিয়ন, উপজেলা ও পৌরসহ আ.লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল এসে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। এরপর কয়েক হাজার নেতাকর্মী নিয়ে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে একটি পথসভায় মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে পাবনার দুর্জয় স্মৃতি স্তম্ভে শহিদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন ও জেলা পুলিশ। এরপর পাবনা প্রেসক্লাব, পাবনা মানসিক হাসপাতাল, জেলা কারাগার, জেলা শিল্পকলা একাডেমি, সিভিল সার্জন, পাবনা জেনারেল হাসপাতাল সহ সরকারি বেসরকারি শিক্ষা ও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানও পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে এ দিবস উদযাপনকে কেন্দ্র করে পাবনার শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান পরিবেশন সহ নানা কর্মসূচি পালন করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ আমিন উদ্দিন স্টেডিয়ামে বর্ণিল কুচকাওয়াজের আয়োজনও করা হয়।
বিডি প্রতিদিন/এএম