মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এ বিজয় র্যালিতে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ।
র্যালি শেষে বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহাবুদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক এমদাদুল হক ও অধ্যাপক মাহফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চেয়ারম্যান শাজাহান আলী খান, অহিদুজ্জামান মনা, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, রাসেল হাওলাদার, ছাত্রলীগ নেতা ওবায়দুল ইসলাম টিটু, মনির হোসেন রাজ্জাক, মোস্তাক বিল্লাহ রূপম, বায়জিদ শিকদার ও নেয়ামুল ইসলাম নাইম।
বিডি প্রতিদিন/এমআই