বগুড়ায় ৩১ বার তোপধ্বনিসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সূর্যদোয়ের সাথে সাথে বগুড়া জিলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়।
এরপর ভোর ৬ টা ৩০ মিনিটে মুক্তির ফুলবাড়িতে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুরুতেই পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও জেলা পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী। পরে জেলার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনসহ সাধারণ মানুষেরা ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
জেলা প্রশাসন আয়োজিত সকাল ৮টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী, সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ শফিউল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা।
এদিকে এদিন সকালে বগুড়া জেলা আওয়ামী লীগ মহান বিজয় দিবস উপলক্ষে শহরের টেম্পল সড়ক দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। এরপর শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুস্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল