বিজয় দিবসের দিনে বরগুনা শিল্পকলা একাডেমী চত্বরে দুই দিনব্যাপী উদ্যোক্তা পণ্য মেলা শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
বেসরকারি উন্নয়ন সহযোগী সংগঠন সংগঠিত গ্রামোন্নয়ন সংগঠনের (সংগ্রাম) সহযোগিতায় বরগুনা জেলা প্রশাসন উদ্যোক্তা পণ্য প্রদর্শনী মেলার আয়োজন করে।
স্থানীয় উদ্যোক্তাদের তৈরি নকশিকাঁথা, হস্তশিল্প, শোপিস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, শুঁটকি, হোম মেইড খাবার, হ্যান্ড পেইন্ট পোশাক, কসমেটিক্স, ব্লক বাটিক, পাটজাত পণ্য ও বিভিন্ন জাতের পিঠা প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুস ছালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস, মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মো. মনির ও উপ-পরিচালক, চৌধুরী মো. মুনিম।
বিডি প্রতিদিন/এমআই