ময়মনসিংহের ফুলপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলনের পর ভাষা সৈনিক এম শামছুল হক চত্বরে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, থানা, পৌরসভা, বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, মেয়র মিঃ শশধর সেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার, ওসি আবুল খায়ের সোহেল, ওসি (তদন্ত) বন্দে আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, আওয়ামী লীগ নেতা মোজাহারুল মাস্টার, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান-২ গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেক, জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এটিএম রফিকুল করিম নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
বিডি প্রতিদিন/নাজমুল