বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডিগ্রি, অনার্স, মস্টার্স স্টুডেন্টস (ডিঅমস) এসোসিয়েশেন ও সখীপুর ব্লাড ডনেশন ক্লাব। শনিবার সকালে উপজেলা মাঠে এ রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্ধোধন করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটুরী।
স্থানীয় নিউ শুভেচ্ছা ক্লিনিকের সহযোগীতায় পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা সহকারী (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, ওসি শেখ শাহিনুর রহমান, অধ্যক্ষ সাঈদ আজাদ, ডিঅমস-এর সভাপতি সাইফুল ইসলাম শিহাব, সম্পাদক সুমন আহম্মেদ সূর্য, ব্লাড ডনেশনের সভাপতি জাহদি হাসান, সম্পাদক শাকিব আল-হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল