গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপন করেছে বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের রাজবাড়ি রোডের দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ড. সহিদউজ্জামান।
মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক গাজীপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিএনপি নেতা মো: আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা এস কে জবিউল্লাহ।
বিডি প্রতিদিন/নাজমুল