কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার ভোর ৬টা থেকে শুরু করে প্রভাত ফেরি অনুষ্ঠানে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুল দিয়ে সর্বস্তরের মানুুষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লের আয়োজন করা হয়। সেখানে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর শান্তির পায়রা ও বেলুুন উড়িয়ে বিজয় দিবস উদযাপন করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। এরপরে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম। এ কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লেতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এর আগে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতার বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম,পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম