কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে জিআর ওয়ারেন্ট মূলে ১৪ জন, সিআর ওয়ারেন্ট মূলে ১১ জন, নিয়মিত মামলায় গ্রেফতার ৯ জন, পূর্বের মামলায় একজন, সিআর সাজা ওয়ারেন্ট মূলে একজনসহ মোট ৩৬ জন আসামিকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে বিভিন্ন এলাকা থেকে ওইসব আসামিকে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ