ফরিদপুরের চরভদ্রাসনে সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামে জাকির হোসেন ওরফে পান্নু মোল্লার বাড়ি হতে সাড়ে চার ফুট একটি রাসেল ভাইপার মারা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তার বাড়ির বারান্দা হতে সাপটি মারা হয়।
পান্নু মোল্লা বলেন, মাগরিবের নামাজ শেষে তিনি তার বাড়িতে প্রবেশ করছিলেন। বারান্দায় ওঠার পর তিনি সাপের ফোস ফোস শব্দ শুনতে পান এ সময় তার স্ত্রী দরজা খুলতে গেলে তিনি তাকে বারণ করেন এবং বারান্দার প্রবেশের ডান পাশে সাপটিকে দেখতে পান। তিনি সাপটিকে লাথি দিয়ে বাড়ির উঠানে ফেলে দেন এতেই সাপটির ঘাড়ের কাছে ভেঙে গিয়ে অর্ধমৃত হয়ে পড়ে। পরে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে সাপটি মেরে ফেলে মাটিতে পুঁতে রাখে।
বিডি প্রতিদিন/এএম