কুড়িগ্রাম জেলার সরকারি উচ্চ বিদ্যালয়ে (জেলা স্কুল) ৭ ছাত্র ভর্তিতে জালিয়াতির সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জিয়াসমিন আরাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) শোকজ করেছে। বিধি বহির্ভূতভাবে ছাত্র ভর্তির জালিয়াতির খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তদন্তে সত্যতা সাপেক্ষে তাকে এ কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়।
সংশ্লিষ্ট খবর: অনলাইন লটারিতে নামই নেই, তবু বিদ্যালয়ে ভর্তি
শোকজে বলা হয়েছে পত্র প্রাপ্তির ৩ দিনের মধ্যে মাউশির মহাপরিচালক বরাবর এর জবাব প্রদান করতে হবে।কিন্তু তিনি এখনও এর জবাব দেননি বলে জানা গেছে। শোকজপত্র পাওয়ার ব্যাপারে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো: শামসুল আলম এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল