মুন্সীগঞ্জের পদ্মার শাখা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবিতে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের।
শনিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে জেলার টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল এলাকার পদ্মার শাখা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজদের উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিহতদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে একটি বালুবাহী বাল্কহেড যাত্রীবাহী ট্রলারের উপরে উঠিয়ে দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে গিয়ে কিছু যাত্রীকে উদ্ধার করলেও নিখোঁজ হয় বেস কয়েকজন যাত্রী। পরে নিখোঁজদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার সাথে জড়িত বাল্কহেডটি আটক করা হয়েছে।
ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার অভিযান চলছে জানিয়ে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, দুর্ঘটনায় নিখোঁজদের তালিকা করা হচ্ছে। এঘটনায় শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল