তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ১নং রেল গেট থেকে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে ওই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগ গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক রেবুতি বর্মন, বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা কমিটির সদস্য এ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি জেলা কমিটির সদস্য আব্দুল্লাহিল নান্নু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ