বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি উত্তম কুমার হাওলাদারের পিতা বানিয়াতী ব্যবসায়ী তরুনী রঞ্জন হাওলাদার পরলোকগমন করেছেন। আজ রবিবার সকাল সাড়ে নয়টায় কলাপাড়া পৌর শহরের মদনমোহন সেবাশ্রম সংলগ্ন নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বিকেলে বরগুনা জেলার তালতলী উপজেলার বেহেলা গ্রামের বাড়িতে শেষকৃত্য করা হবে। উত্তম হাওলাদার তিন ভাইয়ের মধ্যে মেঝ সন্তান।
বিডি প্রতিদিন/এএ