সিরাজগঞ্জের কাজিপুরে শাহীন রেজা প্রামানিক (৩৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার গান্ধাইল এলাকার নিহতের নিজ শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত শাহিন রেজা প্রামানিক গান্ধাইল এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে।
কাজিপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, সকালে শাহিনের ট্রাকচালক সেলিম গাড়ির চাবি নেওয়ার জন্য তার বাড়িতে গিয়ে শাহিনকে ডাকাডাকি করে। কোন সারা শব্দ না পেলে ট্রাকচালকসহ আরও দুই-তিনজন প্রতিবেশী মিলে শাহিনের নিজ কক্ষে প্রবেশ করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শাহিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম