ফরিদপুরের আলফাডাঙ্গায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।
তিনি বলেন, ‘আলফাডাঙ্গায় শত-শত বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি চলে আসছে। এই সম্প্রীতি বিনষ্ট করার সুযোগ কাউকেই দেবো না। কেউ এমন অপচেষ্টা চালালে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। আগামী দিনে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পারিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।’
আলফাডাঙ্গার সদর বাজার চৌরাস্তায় রবিবার সকালে এক মানববন্ধনে অংশ নিয়ে এ কথা বলেন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী দোলন। এসময় তিনি নির্বাচনের আগে অশুভ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন।
উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন সনাতন সম্প্রদায়ের প্রায় সব সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দোলন বলেন, ‘রাতের আঁধারে যতই মুখোশধারীরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চক্রান্ত করুক না কেন আমরা এক এবং ঐক্যবদ্ধ। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী ও তাদের মদদদাতা পৃষ্ঠপোষকদের চেহারা জনসম্মুখে প্রকাশের দাবি জানাই। অপরাধীরা যেন কেউ পার না পায়।’
সংখ্যালঘুদের ভয়-ভীতি দেখিয়ে, আতঙ্ক ছড়িয়ে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা ঐক্যবদ্ধ হয়ে ঠেকানোর আহ্বান জানিয়ে দোলন আরও বলেন, ‘আজকে মানববন্ধনে অংশ নিয়ে আলফাডাঙ্গাবাসী প্রমাণ করেছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি শতভাগ বজায় রাখতে ঐকবদ্ধ হয়ে কাজ করবো।’
বিডি প্রতিদিন/আরাফাত