মহান বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শেরপুর জেলা পুলিশ আজ দুপুরে পুলিশ লাইন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার ১৮ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে জীবিত ১২ জনকে এই সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার বিজয়ের এ মাস থেকেই থেকেই জীবিত ওই ১২ জন বীর মুক্তিযোদ্ধাকে রেশন দিবেন বলে ঘোষণা করেন।
পুলিশ সুপার মোনালিশা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার দিদারুল আলম, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত নওজাশ আলী, আমিনুল ইসলাম, মহর উদ্দিন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল প্রমুখ।
অনুষ্ঠানে জেলায় অবস্থানরত ১২ জন অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট, উপহার, কৃঞ্চচূড়া গাছ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ