জয়পুরহাটে নরেশ চন্দ্র নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা গাছের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ী মাদারতলী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নরেশ চন্দ্র আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ী ঈদগাহ পাড়া গ্রামের মৃত বিরেন চন্দ্র রবিদাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতরাতে বাড়ি থেকে বের হয়ে যান নরেশ। এরপর রাতে সে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে সোমবার সকালে বাড়ি থেকে পুর্ব দিকে মাদারতলী তুলশীগঙ্গা নদীর বাঁধের পশ্চিম পাশে জলপাই গাছের সাথে গলায় রশি দিয়ে আটকানো হাত ও পা বাঁধা মরেদহ উদ্ধার করে পুলিশ।
রুকিন্দীপুর ইউপি সদস্য সিদ্দিকুর নহমান বলেন, নরেশ চন্দ্র রবিদাস জুতা মেরামতের পাশাপাশি ফেরি করে বাচ্চাদের খেলনা বিক্রি করতেন। কারও সঙ্গে তার শত্রুতা ছিল বলে মনে হচ্ছে না।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আমগাছে ঝুলন্ত অবস্থায় নরেশ রবিদাসের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ