নানা ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ২১ বছর ফেরারি ছিলেন হত্যা মামলার ফাঁসির আসামি আসামি আশরাফুল হক ওরফে আশরাফ ওরফে আশাই (৪৮)। অবশেষে তাকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৬টায় উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীবাজার-জমসেরপুর ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার কাঠলিপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ২০০২ সালের ২৮ নভেম্বর রাতে দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় নৃশংসভাবে খুনের শিকার হন স্থানীয় ঝাজড় গ্রামের ইরফান আলীর ছেলে জিলু মিয়া। যাত্রীবেশে চার সহযোগী মিলে তাকে হত্যা করে গাড়ী নিয়ে পালিয়ে যান আশরাফুল। এরপর থেকেই গা ঢাকা দেন তিনি। এ ঘটনার পর দিন ভিকটিমের ভাই মোহাম্মদ চেরাগ আলী দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বিজ্ঞ আদালত আশরাফুলকে মৃত্যুদণ্ড দেন।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী বলেন, দীর্ঘ দিন পালিয়ে থাকা আসামি আশরাফুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ইতিমধ্যে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ