চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে জাহিরুল (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর এবং শিবগঞ্জ থেকে লিপি খাতুন (২৪) নামে এক নারীর মরহেদ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, নাচোল উজেলার উত্তর মল্লিকপুর গ্রামের মৃত ফিকু মন্ডলের ছেলে গরু ব্যবসায়ী জাহিরুল (৫৫)। রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। কিন্তু রাত ২টার দিকে তার পরিবার ফোন দিয়ে মোবাইল ফোনটি চালু পেলেও ফোনটি কেউ রিসিভ করেননি। এদিকে সোমবার সকালে জাহিরুলের লাশ ফতেপুর ইউপি’র সালালপুর বিলের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে ওসি জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুতনিপাড়া গুচ্ছগ্রামের আমবাগানের একটি ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় একই এলাকার রেবিনা বেগমের মেয়ে লিপি খাতুনের মরহেদ উদ্ধার করে পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম