আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৫৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকালে উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে প্রার্থীরা দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।
এর আগে, রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, নির্বাচনি বিধিমালা মেনে প্রার্থীদের প্রচারণা চালাতে হবে।
বিডি প্রতিদিন/এমআই