দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সোমবার নোয়াখালীর ৬টি আসনে সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান স্ব স্ব দলের প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেন।
নোয়াখালী ৬টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সাংস্কৃতিক জোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সহ বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সোমবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে চলে এ প্রতীক বরাদ্দ। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। এই সময় জেলা সিনিয়র নির্বাচন অফিসার মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল