আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থীকে নির্বাচনীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ এসব প্রতীক বরাদ্দ দেন। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করেন।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে প্রার্থী ৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হয়, এর মধ্যে মোতাহার হোসেন (নৌকা-আওয়ালীগ), হাবিব মোঃ ফারুক (মশাল- জাসদ), আজম আজাহার হোসেন (মোমবাতি- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), কে এম আমজাদ হোসেন তাজু (ট্রাক- স্বতন্ত্র প্রার্থী), আতাউর রহমান প্রধান (ঈগল- আওয়ামী লীগ স্বতন্ত্র) কে প্রতীক দেওয়া হয়।
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে প্রার্থী ৭ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়। এর মধ্যে নুরুজ্জামান আহমেদ (নৌকা-আওয়ামী লীগ), সিরাজুল হক (ঈগল-আওয়ামী লীগ স্বতন্ত্র), রজব আলী (গোলাপফুল- জাকের পার্টি), মমতাজ আলী শান্ত (ট্রাক- স্বতন্ত্র), দেলোয়ার হোসেন (লাঙ্গল- জাতীয় পার্টি), শরিফুল ইসলাম (আম- ন্যাশনাল পিপলস্ পার্টি) ও দেলাব্বর হোসেনকে (ডাব- বাংলাদেশ কংগ্রেস) কে প্রতীম দেওয়া হয়।
এদিকে লালমনিরহাট-৩ (সদর) আসনে প্রার্থী ৭ জন প্রার্থীকে বরাদ্দ দেওয়া হয়। এরা হলেন, মতিয়ার রহমান (নৌকা- আওয়ালীগ), জাহিদ হাসান (লাঙ্গল- জাতীয় পার্টি), আশরাফুল আলম (চাকা- বাংলাদেশ সাম্যবাদী দল), আবু তৈয়র মোঃ আজমুল হক (মশাল- জাসদ), শামীম আহাম্মেদ চৌধুরী (সোনালী আশঁ-তৃনমুল বিএনপি), শ্রী হরিশ চন্দ্র রায়, (আম- ন্যাশনাল পিপলস্ পার্টি) এবং জাবেদ হোসেন (ঈগল-আওয়ালীগ স্বতন্ত্র)।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে দিয়ে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে শুরু করেছেন। আচরণ বিধি মেনে যাতে সবাই প্রচারণা চালায় সে নির্দেশনা দেওয়া হয়েছে। আচরণবিধি মানাতে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল