মাদকবিরোধী অভিযানে এবার ১৪ কেজি গাঁজাসহ সেলিনা খাতুন নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) দিনাজপুর। সোমবার সকালে দিনাজপুর সদর উপজেলার উপশহর ৪নং ব্লকের একটি বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি দল। এসময় তল্লাশি চালিয়ে সেলিনা খাতুনের সাথে থাকা স্কুল ব্যাগ ও ওই বাড়ির খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ওই গাঁজা।
আটক সেলিনা খাতুন দিনাজপুর সদর উপজেলার মৃত লাল মিয়ার মেয়ে। সেলিনা খাতুনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় টের পেয়ে পালিয়ে যায় সহযোগী মজিবর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালর দিনাজপুরের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সকলকে সহযোগিতার আহ্বান জানান। এ ঘটনায় আটক ও পলাতক মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম