আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনে ৩৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। গাজীপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার সকালে সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
নির্বাচনে গাজীপুর-১ আসনে ৭ জন, গাজীপুর-২ আসনে ৯ জন, গাজীপুর-৩ আসনে ৭ জন, গাজীপুর-৪ আসনে ৬ জন এবং গাজীপুর-৫ আসনে ৮ জন প্রার্থী রয়েছেন।
প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীরা সোমবার দুপুর থেকে প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমে পরেছেন প্রার্থীরা। দুপুরে জেলা শহরে ও রাজবাড়ি মাঠে জমায়েত করেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজীপুর-১ আসনের মো: রেজাউল করিম রাসেল, গাজীপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগরে বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো: আখতারউজ্জামান একই মঞ্চ থেকে প্রচারনা চালান। এসময় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। তারা সবাই প্রতীক পেয়েছেন ট্রাক।
বিডি প্রতিদিন/এএম