আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন করেন। তিনি নির্বাচনী বিধি মেনে চলার জন্য প্রার্থীদের বিভিন্ন রকম নির্দেশনাও দেন।
ঝিনাইদহ-১ আসনঃ আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই (নৌকা প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক)। এই আসনে অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মনিকা আলম (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির আনিচুর রহমান(আম), তৃণমূল বিএনপির কেএ জাহাঙ্গীর মাজমাদার (সোনালী আাঁশ) ও স্বতন্ত্র প্রার্থী মুনিয়া আফরিন(ফুলকপি)।
ঝিনাইদহ-২ আসনঃ প্রতিন্দ্বন্দ্বিতায় নেমেছেন ১১ প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি(নৌকা ), স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল(ঈগল)। এই আসনে অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির প্রার্থী মেজর (অবঃ) মাহফুজুর রহমান (লাঙ্গল), ন্যাপের প্রার্থী অধ্যক্ষ খোন্দকার হাফিজ ফারুক (কুঁড়েঘর), জাসদের ফজলুল কবির গামা (মশাল ), তৃণমূল বিএনপির জামরুল ইসলাম (সোনালী আাঁশ), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান মিজু (আম), বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল হান্নান খাঁ (হাতঘড়ি), বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দিন (ডাব), বাংলাদেশ সুপ্রিম পার্টির নজরুল ইসলাম (একতারা) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট শরীফ মোহাম্মদ বদরুল হায়দার (ছড়ি)।
ঝিনাইদহ-৩ আসনঃ প্রতিন্দ্বন্দ্বিতায় নেমেছেন ৪ প্রার্থী। এই আসনের অন্য আসনেগুলোর থেকে ভিন্ন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) সালাউদ্দিন মিয়াজী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল (ট্রাক) এবং স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নবী নেওয়াজ (ঈগল প্রতীক)। এই আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এই আসনে অন্য প্রার্থী হলেন জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রহমান (লাঙ্গল)।
ঝিনাইদহ-৪ আসনঃ প্রতিন্দ্বন্দ্বিতায় নেমেছেন ৫ প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার (নৌকা),স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকন (ট্রাক প্রতীক)। এই আসনে অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা (ঈগল), জাতীয় পার্টির ইমদাদুল ইসলাম বাচ্চু (লাঙ্গল) ও তৃনমূল বিএনপির নুর উদ্দিন আহমেদ(সোনালী আঁশ)।
ঝিনাইদহের ৪টি আসনে ২৭জনের প্রার্থীর মধ্যে ৩ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। তারা হলেন ঝিনাইদহ-২ আসনের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী সাইদুল করিম মিন্টু। ঝিানইদহ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান টিপু, জাকের পার্টির বাবুল হোসেন।
বিডি প্রতিদিন/নাজমুল