দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছেন। সোমবার প্রতীক নির্ধারণের পর তারা প্রচার কার্যক্রম শুরু করেন।
পঞ্চগড়-১ আসনে বিশাল মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইঞা মুক্তা নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন।
সোমবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিশাল মিছিল বের হয় তার। এর আগে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন। মিছিল শেষে কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র আশরাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালে নৌকা প্রতীকের এই প্রার্থী আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকায় বারোআউলিয়া মাজারে মোনাজাতের মাধ্যমে প্রচার শুরু করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাটও প্রচার প্রচারণা শুরু করেছেন। তিনি মাইকিংয়ের মাধ্যমে ভোট চাচ্ছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ