দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনের প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন। সোমবার প্রতীক পেয়ে প্রচারণায় নেমে পড়েছেন অনেক প্রার্থী। সমর্থকদের স্লোগানে মুখর ফেনী শহরসহ পাড়া-মহল্লা।
ফেনী-১ আসনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারীসহ তিনটি আসনে ২১ জন প্রার্থীর হাতে সোমবার প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে তিনি প্রতীক বরাদ্দ দেন।
ফেনীর তিন আসনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ৬ জন, ফেনী-২ আসনে ৮ জন এবং ফেনী-৩ আসনে ৭ জন প্রার্থী রয়েছেন।
ফেনী-১ ও ফেনী-২ আসন ঘুরে দেখা যায়, শহর এলাকায় বিভিন্ন হাট বাজারে পোস্টার, মাইকিং ও বিভিন্ন কেন্দ্র কমিটির বৈঠকসহ জনবহুল এলাকায় প্রতীকী নৌকা প্রদর্শন করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফেনী-১ আসনে আওয়ামী লীগের আলা উদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম (নৌকা), জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল পাটোয়ারী (লাঙ্গল), তৃণমূল বিএনপির মো. শাহজাহান সাজু (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের কাজী মো. নুরুল আলম (মোমবাতি), মাহবুব মোর্শেদ মজুমদার (ছড়ি), স্বতন্ত্র আবুল হাশেম চৌধুরী (ঈগল) মার্কা পেয়েছেন।
ফেনী-২ আসনে আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারী (নৌকা), জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম (লাঙ্গল), তৃণমূল বিএনপির আ.ই.ম আমজাদ হোসেন সবুজ (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মাহবুব মোর্শেদ মজুমদার (ছড়ি), বাংলাদেশ ইসলামীক ফ্রন্টের মাওলানা নুরুল ইসলাম (মোমবাতি), খেলাফত আন্দোলনের আবুল হোসেন (বটগাছ), বাংলাদেশ কংগ্রেস মোহাম্মদ হোসেন (ডাব), স্বতন্ত্রের এ.এস.এম আনোয়ারুল করিম ফারুক (ঈগল) প্রতীক পেয়েছেন।
ফেনী-৩ আসনে জাতীয় পার্টির লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্রের রহিম উল্যাহ (ঈগল), তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির তবারক হোসেন (একতারা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাসের (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিজাম উদ্দিন (মোমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট জোবায়ের ইবনে সুফিয়ান (ছড়ি) প্রতীক পেয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ