মুন্সিগঞ্জে আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা হলেন, মুন্সিগঞ্জ -১ (শ্রীনগর-সিরাজদিখান) মোট বৈধ প্রার্থী ৯ জন আছেন। এখানে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং একজন মনোনয়ন প্রত্যাহার করে নেন। বর্তমানে ভোটের মাঠে আ্রছেন মহিউদ্দিন আহম্মেদ নৌকা (আওয়ামী লীগ) ২. অন্তরা হুদা সেলিনা - (তৃণমূল বিএনপি)- সোনালি আঁশ ৩. মনোনয়ন বঞ্চিত যুবলীগ নেতা গোলাম সারোয়ার কবির- স্বতন্ত্র (প্রতীক ট্রাক) ৪. মাহী বি চৌধুরী - কুলা (বিকল্পধারা) ৫. অ্যাভোকেট শেখ মোঃ সিরাজুল ইসলাম- লাঙ্গল (জাপা), ৬.বাংলাদশে সুপ্রিম পার্টির লতিফ সরকার-একতারা ৭. বাংলাদেশ খেলাফত আন্দোলন আতাউল্লাহ হাফেজী (বট গাছ) ৮.ন্যাশনাল পিপলস পার্টির দোয়েল আক্তার (আম) ৯, বাংলাদেশ কংগ্রেস নূর জাহান বেগম রিতা (ডাব)।
মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ি) আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এখানে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তার মধ্যে ৩ জনের বাতিল হয় এবং জাকের পার্টির মো: জাকির হোসেন নামের প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। যারা এখানও নির্বাচনি মাঠে রয়েছেন তারা হলেন ১. সাগুফতা ইয়াসমিন এমিলি- নৌকা (বাংলাদেশ আওয়ামী লীগ) ২.মো: বাচ্চু শেখ, বিএনএফ (টেলিভিশন) ৩. মো: জালাল ঢালী, এনপিপি (আম) ৪. মোহাম্মদ সহিদুল ইসলাম মল্লিক, ইসলামি ঐক্য জোট (মিনার) ৫. মোহাম্মদ সাইরাজ খান, (স্বতন্ত্র, ঈগল) ৬. মো: জাহানূর রহমান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) ৭. আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট সোহানা তাহমিনা (স্বতন্ত্র, প্রতীক ট্রাক)।
মুন্সিগঞ্জ-৩ নং আসন (মুন্সিগঞ্জ সদর-গজারিয়া) এখানে মোট ১০ জন বৈধ প্রার্থী রয়েছেন। ১.এডভোকেট মৃণাল কান্তি দাস- নৌকা (আওয়ামী লীগ) ২. আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ ফয়সাল বিপ্লব ( স্বতন্ত্র, ঈগল ) ৩. মমতাজ সুলতানা আহম্মেদ (টেলিভিশন, বিএনএফ) ৪. মোহাম্মদ শাহীন হোসেন (ছড়ি, মুক্তিজোট) ৫. বাবুল মিয়া (চেয়ার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) ৬. মোহাম্মদ দুলাল হোসেন মন্ডল, (একতারা, বাংলাদেশ সুপ্রিম পার্টি) ৭. মোহাম্মদ ওমর ফারুক (চেয়ার, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট) ৮. এএফএম রফিকুল্লাহ সেলিম (লাঙ্গল, জাতীয় পার্টি) ৯. মোহাম্মদ আজিম খান (স্বতন্ত্র, ট্রাক) ১০. চৌধুরী ফাহরিয়া আফরিন,(স্বতন্ত্র প্রার্থী)।
বিডি প্রতিদিন/নাজমুল