দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার ৪টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু করে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করন।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে প্রার্থী ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হয়। এর মধ্যে আওয়ামী লীগের আফতাব উদ্দিন সরকার (নৌকা), জাতীয় পার্টি তছলিম উদ্দিন (লাঙ্গল), তৃণমূল বিএনপি এনকে আলম চৌধুরী (সোনালী আঁশ) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন জাফর ইকবাল সিদ্দিকী (নোঙ্গর), জাতীয় পার্টি (জেপি) মো. মখদুম আজম মাশরাফী (বাইসাইকেল), বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) মো. সিরাজুল ইসলাম (টেলিভিশন), মো. ইমরান কবির চৌধুরী স্বতন্ত্র (ট্রাক আওয়ামী লীগ) প্রতীক দেওয়া হয়।
নীলফামারী-২ আসনে ৪ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর (নৌকা), জাতীয় পার্টির মো. শাহাজাহান আলী চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেস মো মোরছালীন ইসলাম (ডাব), স্বতন্ত্র মো. জয়নাল আবেদীন (ট্রাক) প্রতীক পেয়েছেন।
নীলফামারী-৩ আসনে প্রার্থী ৮ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেল (লাঙ্গল), তৃণমূল বিএনপির মো. খলিলুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর (হাতঘড়ি), স্বতন্ত্র কাজী ফারুক কাদের (জাপা, কেটলি), মাজিয়া সুলতানা স্বতন্ত্র (আওয়ামী লীগ, ঈগল), স্বতন্ত্র আবু সাইদ শামীম (আওয়ামী লীগ, মোড়া), স্বতন্ত্র সাদ্দাম হোসেন পাভেল (আওয়ামী লীগ, কাঁচি), স্বতন্ত্র হুকুম আলী খান (আওয়ামী লীগ, ট্রাক) প্রতীক পেয়েছেন।
নীলফামারী-৪ আসনে ৭ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির আহসান আদেলুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন এম সাজেদুল করিম (নোঙ্গর), তৃণমূল বিএনপির আব্দুল্লাহ আল নাসের (সোনালী আঁশ), জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আজিজুল হক (মশাল), ন্যাশনাল পিপলস পাটির মো. আব্দুল হাই সরকার (আম), স্বতন্ত্র মো. মোখছেদুল মোমিন (আওয়ামী লীগ, ট্রাক), স্বতন্ত্র মো. সিদ্দিকুল আলম (জাপা, কাঁচি) প্রতীক পেয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ