বিএনপির ডাকা আগামীকালের হরতাল সফল করতে ভোলায় বিএনপির সমর্থকরা পৃথক দুটি ঝটিকা মিছিল বের করেছে। এসময় মিছিলকারীরা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটনের নেতৃত্বে একটি মিছিল ইলিশা সড়কের বাপ্তা বাসস্ট্যান্ড থেকে পৌরসভা গেটে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. রবিন চৌধুরী, লুকু চৌধুরী, যুগ্ম সম্পাদক কামাল, সদর উপজেলা যুবদল নেতা বিলাল হোসেন, জহির, আলমগীর, শামীম, ইব্রাহিম দেওয়ান, রুবেল মিয়াজী, রাকিব হাওলাদার, ছাত্রদল নেতা সানাউল্লাহ অংশ নেন।
অপরদিকে, একই সময় ভোলা উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনিনের নেত্বত্বে আগামীকাল হরতাল সফল করতে আরও একটি মিছিলি উকিল পাড়া বাস মালিক সমিতির সামনে থেকে শুরু হয়ে টাউন স্কুল গেটে গিয়ে শেষ হয়।
এতে অংশ নেন জেলা বিএনপির সদস্য বেলাল কমিশনার, বিএনপি নেতা খোকন, তুহিন, জেলা যুবদল নেতা ওমর ফারুক, বাপ্পি, আমিনুল ইসলাম মাসুম, রিয়াদ হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল, ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, বশির খন্দকার, নূরুল ইসলাম বাপ্পি, মো. ইব্রাহিম ও সাব্বির।
বিডি প্রতিদিন/এমআই