নাটোরের চারটি সংসদীয় আসনে মোট ৩২ জন বৈধ প্রার্থীর মাঝে সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১টায় নাটোর জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আবু নাছের ভূঁঞা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মো. শহিদুল ইসলাম বকুল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (ঈগল), জাতীয় পার্টির মো. আশিক হোসেন (লাঙল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. ইব্রাহিম খলিল (হাতুড়ি), জাসদের মো. মোয়াজ্জেম হোসেন (মশাল), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. লিয়াকত আলী (একতারা), কাজল রায় (ঢেঁকি), মো. জামাল উদ্দীন ফারুক (ট্রাক) এবং মো. রমজান আলী সরকার (কাঁচি) প্রতীক পেয়েছেন।
নাটোর-২ আসনে (নাটোর সদর ও নলডাঙ্গা) আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার (ট্রাক), জাতীয় পার্টির ড. মো. নুরন্নবী মৃধা (লাঙল), জাসদের মো. শরিফুল ইসলাম (মশাল), বাংলাদেশ কংগ্রেস’র মোহাম্মদ বজলুর রশিদ (ডাব)।
নাটোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক (ঈগল)জাতীয় পার্টির মো. আনিসুর রহমান (লাঙল), তৃণমূল বিএনপি’র মো. আবুল কালাম আজাদ (সোনালী আঁশ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মোঃ মিজানুর রহমান মিজান (হাতুড়ী), বাংলাদেশ তরীকত ফেডারেশনের মো. আলতাফ হোসেন (ফুলের মালা), বিকল্প ধারা বাংলাদেশ’র মো. আনোয়ার হোসেন (কুলা), বাংলাদেশ কংগ্রেস’র মোঃ আমিরুল ইসলাম (ডাব) এবং ও স্বতন্ত্র মো. আব্দুল্লাহ আল মামুন (ট্রাক)।
নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনে আওয়ামী লীগের ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস (ট্রাক), মোঃ জাহিদুল ইসলাম (ঈগল) জাতীয় পার্টির মোঃ আলাউদ্দিন মৃধা (লাঙল), তৃণমূল বিএনপি’র মো. আব্দুল খালেক সরকার (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেস’র শান্তি রিবারু (ডাব), বিএনএম’র গাজী আবু সায়েম রতন (নোঙর), জাতীয় পার্টি-জেপি’র এস এম সেলিম রেজা (বাই সাইকেল) এবং সুজন আহম্মেদ (দোলনা)।
জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আবু নাছের ভূঁঞা প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের অনুরোধ জানান। জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ এবং জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল