আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক পেয়েই নির্বাচনি প্রচারণা শুরু করেছেন দিনাজপুর সদর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
সোমবার বিকেলে দিনাজপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন শেষে গণসংযোগ করেন। এসময় মুন্সিপাড়া, নিমতলা রোডের বিভিন্ন দোকানপাটসহ চলাচলরত সকলের কাছে দোয়া ও ভোট কামনা করেন। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামীম বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমী। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল