ময়মনসিংহের ভালুকায় খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন-২০২৩ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ভালুকা মডেল থানা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গির আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।
এসময় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ভালুকা শাখার সভাপতি জ্ঞানেন্দ্র দাস, সাধারণ সম্পাদক যোহন সাংমা, ট্রাইবাল অ্যাসোসিয়শেন ভালুকা শাখার চেয়ারম্যান মহেন্দ্র বর্মণসহ উপজেলার প্রায় সবগুলো চার্চের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই