নির্বাচন কমিশনার আহসান হাবিব খান কুষ্টিয়ায় বলেছেন, ‘আচরণবিধি ভাঙলে প্রথমে চিঠি দেয়া হবে। কাজ না হলে অ্যাকশন, তাতেও কাজ না হলে এবং সহিংসতা করলে প্রার্থিতাও বাতিল করা হতে পারে।’
তিনি কুষ্টিয়ায় সংসদ সদস্য প্রার্থী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এহতেশাম রেজা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও কুষ্টিয়া ১ আসনের নৌকার প্রার্থী আ কা ম সরওয়ার জাহান বাদশাহ এমপি, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২ টায় আহসান হাবীব খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন সবল কিংবা দুর্বল প্রার্থী সবাই আমার কাছে সমান।
নির্বাচন কমিশনার আরও বলেন মানুষকে বাড়ি থেকে ভোট কেন্দ্র পর্যন্ত আনতে তাদের নিরাপত্তা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিডি প্রতিদিন/নাজমুল