বান্দরবানে ছুরিকাঘাত করে এক পর্যটক দম্পতির মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রের কেবল কার পয়েন্টে এ ঘটনা ঘটে।
আহত পর্যটকের নাম তসলিম উদ্দিন (২৫)। তার স্ত্রীর নাম রিতু আক্তার। বান্দরবান টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তসলিম উদ্দিনের স্ত্রী রিতু আক্তার জানান, তারা ময়মনসিংহ থেকে সোমবার দুপুরে বান্দরবান এসে পৌঁছান। বিকেলে তারা ঘুরতে যান মেঘলা পর্যটন কেন্দ্রে। সন্ধ্যার কিছুটা আগে ফেরার পথে ক্যাবল কার পয়েন্টে দুইজন যুবক তাদের পথরোধ করে এবং তার স্বামীকে ছুরি মেরে জিনিসপত্র ছিনিয়ে নেয়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দিলে ছিনতাইকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ এসে আহত তসলিম উদ্দিনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিব জামান জানান, প্রাথমিক চিকিৎসার পর আহত তসলিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এমআই