দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ভোট হতে পারে নৌকা প্রতীক ছাড়াই। এই আসনে প্রতীক পেয়েছে ৭ প্রার্থী। এর মধ্যে প্রচারণায় মাঠে রয়েছে বতর্মান এমপি জাফর আলম ও তার ছেলে আনভীর আহমদ সিদ্দিকী তুহিন। জাফর আলম প্রতীক পেয়েছেন ট্রাক, ছেলে তুহিন পেয়েছে ঈগল পাখি।
জাফর আলম বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় লোকজনের সাথে দেখা করে কুশল বিনিময় করছেন। একইভাবে তার ছেলেও বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন।
এদিকে অপর পাঁচ প্রার্থীর মধ্যে বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল (অবঃ) মুহাম্মদ ইব্রাহীম (হাত ঘড়ি), ওয়ার্কাস পার্টির হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম (হাতুড়ি), জাতীয় পার্টি হোসনে আরা (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দিন (কলার ছড়ি) প্রচারণায় মাঠে রয়েছে।
অন্য দিকে নৌকা প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদের প্রার্থিতা বাতিল হওয়ায় নৌকা ছাড়া এই আসনে ভোট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও প্রার্থিতা ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন নৌকার প্রার্থী।
উল্লেখ্য, কক্সবাজার-১ আসনে ১৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে প্রার্থীতা বাতিল হয় ৪ জনের। প্রত্যাহার করে ২ জন। ৭ প্রার্থী বাচাইয়ে বহাল থেকে প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল