দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকে ভোট চেয়ে পথসভা করেছেন।
বুধবার সকালে সদর উপজেলার আকচা ইউনিয়ন আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী রমেশ চন্দ্র সেন। বক্তব্যে তিনি ৭ তারিখ নির্বাচনে নৌকাকে ভোট দেয়ার আহ্বান জানান।
এছাড়া সভায় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল