ট্রাক মার্কা জিতলে কুড়িগ্রাম-৩ আসনে গরিবদের কষ্ট লাঘবে কাজ করা হবে বলে জানিয়েছেন এ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ডা: মো: আক্কাছ আলী।
আক্কাছ আলী কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হলে উলিপুরের হাতিয়া ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়নের রাস্তাঘাট পাকাকরণসহ গরিবদের জন্যও বড় বড় দালানকোঠা নির্মাণসহ সম্পূর্ণ উপজেলায় সোলার প্যানেলে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে বলে জানান। তিনি গতকাল মঙ্গলবার রাতে উলিপুর উপজেলার কুড়িগ্রাম-৩ আসনের হাতিয়া ইউনিয়নের হাতিয়া হাইস্কুল মাঠে নির্বাচনি প্রচারণা করতে গিয়ে এসব কথা বলেন।
নির্বাচনী প্রচারণার নবম দিনে মঙ্গলবার রাতে তিনি উলিপুর উপজেলার কুড়িগ্রাম-৩ আসনের হাতিয়া ইউনিয়নের নির্বাচনী জনসভায় আসন্ন নির্বাচন সফল করতে সকলের প্রতি আহবান জানান। এ সময় তার নির্বাচনী প্রচারে সর্বস্তরের শতশত মানুষ ট্রাক মার্কাকে সমর্থন জানিয়ে মিছিল করতে থাকেন।
বিডি প্রতিদিন/এএ