নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে ময়মনসিংহের তারাকান্দায় লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে উপজেলার বালিখাঁ বাজারসহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সদস্য আব্দুস সালাম তালুকদার প্রমুখ।
এছাড়া তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডলের নেতৃত্বে উপজেলার কামারগাঁও ইউনিয়নে বাজারে বাজারে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। ওখানে উপস্থিত ছিলেন কামারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক মোমেন কবির জুয়েল, উপজেলা যুবদলের আনোয়ার ফকির, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া রামপুর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন ও উপজেলা মৎস্যজীবীদলের সদস্য সচিব শাকিব খানের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় বিএনপির নেতৃত্বে চলমান গণতান্ত্রিক কর্মসূচির অসহযোগ আন্দোলনে যার যার অবস্থান থেকে অংশ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/এএ