দিনাজপুরে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকাণ্ড/নৈতিকতা অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা ও বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকাণ্ড/নৈতিকতা অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবকরা শপথ নেন। শপথ করান মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর।
বুধবার বিকালে দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকাণ্ড/নৈতিকতা অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান ও বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী ও যুব সংগঠনের প্রায় ৭০জন সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিউটিফিকেশন কোর্সের আওতায় মাসব্যাপী প্রশিক্ষণ নেয়া ২৫ জন যুব-নারীকে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর।
দিনাজপুর যুব উন্নযন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর মোস্তফা কামাল।
বিডি প্রতিদিন/এএ