ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীর নির্যাতন সইতে না পেরে হুরে মদিনা (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার আমতৈল ইউনিয়নের ঠেঙ্গাবর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হুরে মদিনা উপজেলার নাশুল্ল্যা গ্রামের নূরুল আমিনের স্ত্রী ও ঠেঙ্গাবর গ্রামের তারা মিয়ার কন্যা বলে জানা যায়।
ভিকটিম হুরে মদিনার বাবা তারা মিয়া বলেন, ১ বৎসর আগে পারিবারিকভাবে তার মেয়েকে নাশুল্ল্যা গ্রামের হাবিবুর রহমান আকন্দের পুত্র নূরুল আমিনের সঙ্গে বিয়ে দেন। বিয়ের সময় তাদের দাবি-দাওয়া সাধ্যমত পূরণ করা হয়। বেশ কিছুদিন ধরে যৌতুক বাবদ নতুন করে টাকা দাবি করা হয়। এরপর সেই টাকা দিতে দেরি হওয়ায় প্রায়ই নির্যাতন করা হতো তার মেয়েকে। যৌতুকের ওই টাকার জন্য অন্যান্য দিনের মত নির্যাতন করে নূরুল আমিন। নির্যাতনের ভয়াবহতার খবর পেয়ে মেয়েকে নিয়ে আসা হয় বাড়িতে। আজ সকালে ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া শেষে ঘরে আত্মহত্যা করে। বিষয়টি নিহতের বড় ভাবি টের পেয়ে পরিবারের অন্যান্য সদস্যদেরকে জানায়।
সংবাদ পেয়ে থানা পুলিশ ও হালুয়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাগর সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সঙ্গে ছিলেন হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।
আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে করা প্রেরণ হবে বলে জানান থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাগর সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার দায়ে মামলা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ