জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বাংলাদেশে যা কিছু উন্নয়ন তা নৌকার জন্যই হয়েছে। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে যতবারই ক্ষমতায় নিয়ে এসেছেন ততবারই দেশ এগিয়ে গেছে।’
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সচেতন সনাতনী সমাজের আয়োজনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনাজপুর-৩ (সদর) আসনের নৌকার এই প্রার্থী বলেন, ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। বিগত কোন সরকারের আমলেই তা হয়নি। নৌকাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। নৌকার হাত ধরেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নৌকাই দেশকে এগিয়ে নিয়ে চলেছে দুর্বার গতিতে। অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশ।’
হুইপ ইকবালুর রহিম আরও বলেন, ‘শেখ হাসিনার মূলমন্ত্রই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে। তলাবিহীন ঝুড়ির দেশ আজ উন্নত দেশ হিসেবে নিজেদের তুলে ধরার স্বপ্ন দেখছে। আওয়ামী লীগের নৌকায় দেশের মানুষ আজ সুখ ও সমৃদ্ধির নতুন দিগন্তে প্রবেশ করেছে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের প্রতি সরকারি সাহায্য পৌঁছে দিতে ভুল করেননি প্রধানমন্ত্রী। শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবে রূপ নিয়েছে। এখন এগিয়ে যাচ্ছি আমরা স্মার্ট বাংলাদেশের দিকে। যেখানে সব নাগরিক সেবা মিলবে হাতের মুঠোয়।’
সুন্দরবন ইউপি সদস্য হীরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং, জেলা আওয়ামী লীগের সদস্য রাকী ইসলাম, সুন্দরবন ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ