মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডাক্তার এএসএম নাজমুল হক সাগরের কর্মী-সমর্থকদের হুমকি-ধামকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেন। বুধবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নৌকার প্রার্থী নির্বাচন কমিশনের নিয়ম-নীতি উপক্ষেকা করে একাধিক নির্বাচন ক্যাম্প তৈরি করেছেন। নিজেদের নির্বাচন ক্যাম্প ভাঙচুর করে আমাদের কর্মী-সমর্থকদের উপর দোষ চাপাচ্ছেন। আমার কর্মী-সমর্থকরা যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে সেজন্য আওয়ামী লীগের দলীয় প্রার্থীর লোকজন হুমকি-ধামকিও অব্যাহত রেখেছেন। তাই,আমার কর্মী-সমর্থকরা নির্বাচনী মাঠে যেতে ভয় পাচ্ছে। বিষয়টি নজরে নিয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের মাধ্যমে নির্বাচনী কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ইয়াসিন রেজা, জেলা আওয়ামী লীগের কৃষি সাবেক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, আওয়ামী লীগের সিনিয়র নেতা মোজাম্মেল হক,আব্দুল বারী,আলী আজগর, শামসুজ্জামান মঙ্গল, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ