চাঁপাইনবাবগঞ্জ-৩ (শিবগঞ্জ) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের দুটি নির্বাচনি অফিস ভাঙচুর ও অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত ১টার পর শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর ও লছমানপুরে ট্রাক প্রতীকের দুটি অফিস ভাঙচুরসহ আগুন দেয় দুর্বৃত্তরা।
ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, তার দুটি নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ঘটনাটি ইতিমধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল